Tuesday, 2 May 2017

আমাদের কিশোর বেলায় আমাদের বাড়ির বাগানে ননী গাছটি ছিল ।বোটানিক্যাল নাম Morinda citrifolia, আমার মায়ের লাগানো , অবশ্য ফুলের টানেই গাছটি লাগিয়েছিলেন আমার মা । প্রায় সারা বছরই রজনীগন্ধার কাছাকাছি দেখতে তীব্র সুগন্ধি ফুলে ভরে থাকতো , ফুলটি কাঠমল্লিকা নামে পরিচিত । বাড়িতে না থাকলেও বাগানে এখনও আছে , গাছটি বিশেষ যত্নের প্রত্যাশী নয় , কলম বা রুট হরমোন দিয়ে চারা করা যায় । ননীফল দু’হাজারেরও বেশী বছর ধরে পলিনিশিয়া, চীন, অষ্ট্রেলিয়া ও ভারতের আদিবাসীদের মধ্যে অসাধারণ ক্ষমতাসম্পন্ন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।উদ্ভিদবিদ ড. ইসাবেল এলবার্ট বলছেন ননীফলের রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান স্কপলেটিন সঙ্কুচিত রক্তনালীকে সচল করে। তিনি আরো জানান এ ফলের রসে এক ধরনের যৌগ রয়েছে যা ক্যান্সার উৎপন্নকারী কোষকে প্রতিরোধ করে আর বাড়তে দেয় না। ননীফলের রসে ইনোসিটল পাওয়া গেছে যা সাম্প্রতিক কিছু সমীক্ষা অনুযায়ী ডিপ্রেশনের চিকিৎসায় উপকার করে। ইনোসিটল এক ধরনের প্রাকৃতিক এলকোহল যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।